AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শরীয়তপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুর মৃত্যু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,শরীয়তপুর
০৩:৩৫ পিএম, ১৭ এপ্রিল, ২০২৪
শরীয়তপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুর মৃত্যু

শরীয়তপুরের গোসাইরহাটে ঝড়ে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে সানজিদা (৭) নামে এক শিশু মারা গেছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার হাটুরিয়া বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সানজিদা ওই এলাকার মো. মনির খান ও খাদিজা দম্পতির মেয়ে।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৯ পর্যন্ত জেলার বিভিন্ন অঞ্চল দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের কারণে কিছু এলাকায় বৈদ্যুতিক তারের ওপর গাছপালা পড়ে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া কিছু স্থানে তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। ওই ঝড়ে হাটুরিয়া বাগানবাড়ি এলাকায় থাকা বৈদ্যুতিক লাইনের একটি তার ছিঁড়ে পড়ে।

সানজিদার চাচা মো. রাকিব বলেন, বিদ্যুৎ অফিসের লোকজন ছিঁড়ে পড়া তার মেরামত না করেই বিদ্যুতের সংযোগ দিয়েছিল। তারা যদি লাইনটি মেরামত করতো তাহলে এ ঘটনা ঘটতো না। তাদের গাফলতির জন্যই আমার ছোট্ট ভাতিজি মারা গেলো।

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আলতাপ হোসেন বলেন, ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছে। এ ঘটনায় বিদ্যুৎ অফিসের গাফিলতি ছিল কিনা বিষয়টি খতিয়ে দেখা হবে। পাশাপাশি পরিবারের আবেদনের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হবে।

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু সংবাদ পেয়েছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

একুশে সংবাদ/জা.নি/সা.আ

Link copied!