“প্রাণিসম্পদে ভরবো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নান্দাইল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় নান্দাইল চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্বে করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হারুন অর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাদিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী নাজিমুল্লাহ লিটন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাবকে পৌর কমিশনার রেজাউল করিম ভূইয়া রিপন, উপজেলা যুবলীগ নেতা ওহিদুল ইসলাম কনক, সাংবাদিক আলম ফরাজী, রমেশ কুমার পার্থ, লেখক ও কলামিস্ট সাইদুর রহমান প্রমুখ।
উক্ত প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারীরা অংশ গ্রহন করেন।
একুশে সংবাদ/আ.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :