‘সুলতান মেলা’ উপলক্ষে চিত্রশিল্পীদের অংশগ্রহণে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে নড়াইলে। শুক্রবার (১৯ এপ্রিল) জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের আয়োজনে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
নড়াইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৩৫ জন চিত্রশিল্পী এ আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করেন।
বাংলাদেশের অন্যতম খ্যাত চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৫ এপ্রিল থেকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী সুলতান মেলা। মেলা চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত।
সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ে আর্ট ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার শীল, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলুসহ চিত্রশিল্পীরা।
একুশে সংবাদ/বা.ট্রি/ এসএডি
আপনার মতামত লিখুন :