AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
বিপাকে খেটে খাওয়া মানুষ

শনিবার মোংলায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস


Ekushey Sangbad
মোংলা উপজেলা প্রতিনিধি, বাগেরহাট
০৩:৩২ পিএম, ২০ এপ্রিল, ২০২৪
শনিবার মোংলায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস

সারা দেশের মতো বাগেরহাটের মোংলায়ও বয়ে যাচ্ছে প্রচণ্ড দাবদাহ। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ।

আবহাওয়া অধিদফতর বলছে, সপ্তাহখানের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। বরং গরমের তীব্রতা আরও কয়েক ডিগ্রি বেড়ে যেতে পারে। শনিবার (২০ এপ্রিল) তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

মোংলা 

মোংলায় গেলো কয়েকদিনে প্রচণ্ড দাবদাহে হাঁসফাঁস জনজীবন। দেখা নেই বৃষ্টির। তারমধ্যে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা কমে যাওয়ায় গরমও যেন চরমে। কষ্ট বেড়েছে খেটে খাওয়া দিনমজুরদের, যেখানে একটু ছায়া সেখানেই খুঁজছেন প্রশান্তির মায়া। তবে গরমের হাওয়া পৌঁছে গেছে ছায়াতলাতেও। এত গরম আগে দেখেননি মোংলাবাসী।

মোংলা বন্দরের পুরনো শ্রমিক হামিম আলী (৬০) বলেন, সম্প্রতি যে গরম পড়ছে, আমার এই জীবনে আগে দেখিনি। মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতে পারছেনা। বাচ্চারাও ঘরে থাকতে পারছে না। এত গরম কেন পড়তেছে আল্লাহই ভালো জানেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষ ভবন

পৌর শহরের এক নম্বর জেটির দিন মজুর পেয়ার হোসেন (৫৫) বলেন, প্রচণ্ড গরমে জীবনটা অতিষ্ঠ হয়ে উঠছে। পেটের দায়ে কাজে বেরিয়েছি। কিন্তু এত গরমে কাজে শান্তি পাচ্ছি না। হাঁপিয়ে উঠতে হচ্ছে, শ্বাস নিতেও কষ্ঠ হচ্ছে। শুধু পানির পিপাসা পাচ্ছে।

তবে আপাতত সপ্তাখানেকের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নাই উল্লেখ করে মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন অর রশিদ বলেন, শনিবার মোংলার তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। গরমের তীব্রতা কমবে না বরং আরও বাড়বে।


একুশে সংবাদ/বা. ট্রি/ এসএটি
 

Link copied!