গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় খাদ্যভিত্তিক ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।আজ সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিসার দোলন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: শরিফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ দাস বক্তব্য রাখেন।
প্রশিক্ষণে উপ-সহকারী কৃষি কর্মকর্তা,শিক্ষক,মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, ইমাম,পুরোহিত ও এনজিও কর্মীসহ ৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।আগামী ২৪ এপ্রিল প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :