চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ওজনের সোনাসহ ৩ যাত্রীকে আটক করা হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং কাস্টমসের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
সোমবার (২২ এপ্রিল) সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ নম্বর ফ্লাইটে আটক তিন যাত্রী দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। সোনা কাপড়ের মধ্যে বিশেষ কায়দায় পেস্টিং করে কম্বলের ভেতর মুড়িয়ে দুবাই থেকে নিয়ে আসে। আটকের পর এসব কাপড় স্বর্ণাকারকে দিয়ে পুড়িয়ে স্বর্ণ বের করে আনা হয়।
আটককৃতরা হলেন- কক্সবাজার চকরিয়া উপজেলার বাসিন্দা মোবারক আলী, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ নাজমুল হক ও সন্দ্বীপ উপজেলার বাসিন্দা মোহাম্মদ আনোয়ার শাহ।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, ‘সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা তিন যাত্রী কম্বলের ভেতর সোনা পেস্টিং করে কৌশলে নিয়ে এসেছে। এ তিন যাত্রীকে আটক করা হয়েছে।
একুশে সংবাদ/বা.ট্রি/এসএডি
আপনার মতামত লিখুন :