চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী বিশেষ ট্রেনের (ঈদ স্পেশাল-০৯) ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারায় এ লাইনচ্যুতের ঘটনা ঘটে। কক্সবাজার আইকনিক রেলস্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৭টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ওই বিশেষ ট্রেনটি রওয়া দেয়। সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারায় বিকটশব্দে ওই ট্রেনটি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওই ট্রেনটিতে মোট ১১টি বগি ছিল।
খবর পেয়ে চট্টগ্রামের উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে বগি লাইন থেকে সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে লাইনটি স্বাভাবিক করা সম্ভব হবে।
তিনি বলেন, গরমসহ নানা কারণে লাইনের কোনো অবস্থান সরে যাওয়ায় বগি তিনটি লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :