৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের ঘোড়াঘাটে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ), ভাইস চেয়ারম্যান (মহিলা) বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার ( ২৩ এপ্রিল) দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসার কার্যালয়ে সকালে দিনাজপুর জেলার ৩ টি উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ। বিশেষ অতিথি দিনাজপুর জেলা প ুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার কামরুল ইসলাম এবং ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসার শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতীক বরাদ্দ কৃত প্রার্থীরা হলো-ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাজী শুভ রহমান চৌধুরী -আনারস, মোঃ তৌহিদুল ইসলাম সরকার, টেলিফোন, মোঃ রবিউল ইসলাম -কাপ-পিরিচ, মোঃ সারওয়ার হোসেন, মোটরসাইকেল, ভাইস চেয়ারম্যান (পুরুষ)পদে মোঃ আতিকুর রহমান -বৈদ্যুতিক বাল্ব, মোঃ ইফতেখার আহম্মেদ -বই, মোঃ জাহাঙ্গীর আলম - টিয়াপাখি, মোঃ মাহফুজার রহমান - চশমা, মোঃ মুক্তার হোসেন- উড়োজাহাজ, মোঃ শহিদুল ইসলাম -টিউবওয়েল মোঃ সেলিম রেজা - মাইক, শিবু কিস্কু-তালা, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মোছাঃ আফরিন সুলতানা- হাঁস, মোছাঃ নার্গিস খাতুন- ফুটবল, মোছাঃ ফেরদৌসী বেগম - ফুলের টব, মোছাঃ মর্জিনা বেগম- বৈদ্যুতিক পাখা, মোছাঃ মাজেদা বেগম-কলস, মোছাঃ লাকি বেগম- সেলাই মেশিন, মোছাঃ শবনম - পদ্ম ফুল, রুশিনা সরেন- প্রজাপতি প্রতীক পেয়েছেন।
প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পরেই দুপুর ২ টার পর থেকেই এলাকায় প্রচারণা চালাচ্ছেন। আগামী ৮ মে -২০২৪ সকল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রগন অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :