নির্বাচন করার অধিকার সবারই আছে। যার বয়স, ১৮ বছরের বেশি, যিনি ভোটার হয়েছেন, এরকম প্রত্যেকেরই নির্বাচন করার অধিকার আছে। মন্ত্রী-এমপিদের নিকটাত্মীয়দের উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর যে নির্দেশ ক্ষমতাসীন আওয়ামী লীগ দিয়েছে, তা ‘আইনের মধ্যে পড়ে না।
বুধবার ২৪ এপ্রিল চট্টগ্রামে নগরীর আইস ফ্যাক্টরি রোডে প্রাইমারি টিচার্স ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন ইসি আনিছুর রহমান।
তিনি বলেন, “একটা বড় দল যারা এখন শাসক দল হিসেবে পরিচিত, তাদের দলীয় প্রধান, তিনি মাননীয় প্রধানমন্ত্রী এবং ওই দলের সাধারণ সম্পাদক তিনিও বলেছেন, এমপি-মন্ত্রীদের অবস্থান বিষয়ে বা তাদের আত্মীয়স্বজনের প্রার্থিতা বিষয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। যদিও এটা আইনের মধ্যে পড়ে না। আইনের পরিপন্থি। এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা কিন্তু এটা বলিনি। কারণ এটা বলতে পারি না।“
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে এই সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলেন আনিছুর রহমান।
আনিছুর রহমান মতবিনিময় সভায় বলেন, “অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করণীয় এবং যা আপনারা করেছিলেন ৭ জানুয়ারিতে, সেসব একই জিনিস থাকবে।
“আপনারা কেউ কেউ বলবেন, নির্বাচিত প্রতিনিধিদের জাতীয় নির্বাচনে অত প্রভাব ছিল না। আর স্বতন্ত্র প্রার্থীও যথেষ্ট শক্তিশালী ছিল। সে কারণে ন্যাচারালি একটা চেক অ্যান্ড ব্যালেন্স ছিল। এখন তো নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন। মন্ত্রী মহোদয়রা আছেন। তাদের কিছু প্রভাব থাকতে পারে। বা ভিন্নতা আসতে পারে।”
দেশে এখন ৪৯৫টি উপজেলা রয়েছে। নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলায় এবার চার ধাপে ৮ মে, ২১ মে, ২৯ মে ও ৫ জুন ভোট হবে। পরে মেয়াদোত্তীর্ণ হলে বাকিগুলোয় ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন।
ভোটার উপস্থিতি বাড়ার আশা প্রকাশ করে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, “এই নির্বাচনে মাত্র ৯টা জেলায় ইভিএমে করার ব্যবস্থা নিয়েছি। প্রথমেই কমিশন সিদ্ধান্তে আসছে, যে জেলায়ই ইভিএম হবে সেখানে পুরো জেলার জন্য করব। একটা উপজেলায় ইভিএম করব একটাতে ব্যালটে করব এটা সঠিক হবে না। পাশাপাশি আরো সিদ্ধান্ত ছিল অপেক্ষাকৃত ছোট জেলাগুলোতে করা যাতে আমরা পুরোটা কভার করতে পারি।
বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, ডিআইজি নূরে আলম মিনাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা সভায় উপস্থিত ছিলেন ।
একুশে সংবাদ/বি.নি./ এসএডি
আপনার মতামত লিখুন :