দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও চালকের সহকারী নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ এপ্রিল) ভোর ছয়টার দিকে ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কের টিএন্ডটি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ট্রাকচালক গোলাম রব্বানী (৫০) ও চালকের সহকারী রেজওয়ান (৩৫)। তারা দুজনই জয়পুরহাট সদরের চৌমুহনী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় জানায়, দিনাজপুর থেকে ভুট্টাবোঝাই একটি ট্রাক গাইবান্ধার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে সারবোঝাই একটি ট্রাক দিনাজপুরের দিকে আসছিল। পথে টিএন্ডটি মোর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভুট্টাবোঝাই ট্রাকের চালক ও চালকের সহকারী নিহত হন। ঘটনার পরপরই সারবোঝাই ট্রাকচালক ও তার সহকারী রেখে পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের ভেতর থেকে চালক ও সহকারীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, ভোর সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে উপজেলার মহাসড়কের টিএন্ডটি মোড়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আমরা তাদের মরদেহ উদ্ধার করেছি।
তিনি বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। সারবোঝাই ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :