নওগাঁর মান্দায় তীব্র দাবদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ফেরিঘাটে এ কর্মসূচি পালন করা হয়। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নওগাঁ জেলা শাখা’র সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু’র ব্যবস্থাপনায় এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব নওগাঁ জেলা শাখা’র সাধারণ সভাপতি ডাঃ ইস্কেন্দার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল, মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অধ্যাপক এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক তালহা জোবায়ের,শামিম হোসাইন, জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক ইমান আলী, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ্ আল মাসুদ মাসুদ, মান্দা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান গামা,সোহরাব হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম,রফিকুল ইসলাম, সাবেক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী, ওয়ার্ড সভাপতি আব্দুর রহিম মাস্টার, আয়েশ উদ্দিন, সহ-সভাপতি ডাঃ মনসুর রহমান, যুগ্ম-সম্পাদক নাসির উদ্দিন, যুবদলের আনারুল ইসলাম, কামরুজ্জামান রিপু, স্বেচ্ছাসেবক দলের জুয়েল, সুমন সাহানা, ছাত্রদলের রিসালাত-ই সাজিদ প্রমুখ নেতৃবৃন্দ ।
ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, তীব্র দাবদাহে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নওগাঁ জেলা শাখার ব্যবস্থাপনায় আজ মান্দা ফেরিঘাট এলাকায় তৃষ্ণার্ত শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয় এবং বিএনপি কর্তৃক প্রকাশিত হিটস্ট্রোক সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আগামীতে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :