তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে এবং বিভিন্ন কলেজ ক্যাম্পাসকে শীতল রাখতে বৃক্ষরোপণ কর্মসূচির শুরু করেছে বগুড়ার আদমদীঘি উপজেলা ছাত্রলীগ।
রবিবার (২৮ এপ্রিল) উপজেলা ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানের উদ্যোগে সান্তাহার সরকারি কলেজ প্রাঙ্গনে এই বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডঃ আব্দুল ওহাব, উপজেলা ছাত্রলীগ নেতা শাহীন হোসেন শুভ, নীলয়, শাকিল, মিজান, রাতুল প্রমুখ।
উপজেলা ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে আমারা গাছ লাগানো শুরু করেছি। আমরা আদমদীঘি ও সান্তাহার কলেজে প্রায় ৫ শতাধিক বৃক্ষ রোপণ করেছি। আমরা পরবর্তীতে উপজেলার সকল কলেজে এই বৃক্ষ রোপণ চালিয়ে যাবো।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :