AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাবার মৃত্যুতে উপনির্বাচনে মেয়র হলেন ছেলে


বাবার মৃত্যুতে উপনির্বাচনে মেয়র হলেন ছেলে

জলঢাকার মেয়র নাসিব সাদিক হোসেন নোভা

নীলফামারীর জলঢাকা পৌরসভার উপনির্বাচনে মেয়র নির্বাচিত হলেন প্রয়াত মেয়র ইলিয়াছ হোসেন বাবলুর ছেলে নাসিব সাদিক হোসেন নোভা। নারিকেল গাছ প্রতীকে তিনি ১২ হাজার ৫৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আজ রোববার (২৮ এপ্রিল) বিকেলে ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও  জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

 তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী (রেল ইঞ্জিন) পেয়েছেন আট হাজার ৭৬৭ ভোট। এ ছাড়া আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির ছাদের হোসেন (মোবাইল ফোন) পেয়েছেন তিন হাজার ৩৫৮ ভোট।

সকাল ৮টা থেকে ১৮টি কেন্দ্রে ইভিএমে শুরু হওয়া ভোটগ্রহণ চলে টানা ৪টা পর্যন্ত। মোট ৩৭ হাজার ১৯১ ভোটারের মধ্যে ২৪ হাজার ৭১৬ জন ভোটার ভোট দেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মোট  ৬৬ দশমিক ৪৬ শতাংশ ভোটার তাঁদের ভোটধিকার প্রয়োগ করেন।

চলতি বছরের ১৯ জানুয়ারি মেয়র ইলিয়াছ হোসেন বাবলু মারা গেলে মেয়র পদটি শূন্য হয়।

 

একুশে সংবাদ/এন.টি./ এসএডি
 

Link copied!