নড়াইল জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন এর আয়োজনে সুলতান মেলা-২০২৩ এ সুলতান পদক-২০২৩ প্রদান ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন নাহিদ ইজাহার খান, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
এসময় অতিথি হিসেবে ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল। সকালে নাহিদ ইজাহার খান এমপি, প্রতিমন্ত্রীকে সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করা হয়।
পুলিশ সুপার অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে অনুষ্ঠানের শুরুতে মাননীয় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরবর্তীতে সুলতান মঞ্চে অনুষ্ঠিত নৃত্যানুষ্ঠান, লাঠি খেলা সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান উপভোগ করেন। অতঃপর মাননীয় মন্ত্রী সুলতান সংগ্রহশালা ঘুরে দেখেন। মাননীয় প্রতিমন্ত্রী অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বরেণ্য চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভী কে সুলতান পদক-২০২৩ প্রদান করেন।
এ সময় অ্যাডভোকেট সুভাস চন্দ্র বোস, চেয়ারম্যান, জেলা পরিষদ, নড়াইল ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল জেলা শাখা; অধ্যাপক খান শাহাবুদ্দিন, অধ্যক্ষ, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, নড়াইল; মোঃ নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, নড়াইল জেলা শাখা; আঞ্জুমান আরা, মেয়র, নড়াইল পৌরসভা, নড়াইল, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ সহ জেলার সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :