তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন। রোদের তীব্রতা এতটাই প্রখর যে, অল্প কিছুক্ষণ রোদে হাঁটলেই পুরো শরীর পুড়ে যাওয়ার অবস্থা। মাদারীপুর জেলার শিবচর উপজেলায় অসহনীয় এই তাপপ্রবাহকালে প্রায় হাজার পথচারী, ইজিবাইক চালক, শিক্ষার্থী, ভ্যানচালক ও বিভিন্ন শ্রমজীবী মানুষের মধ্যে বিনামূল্যে শরবত বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন “দেশ (DESH)”।
বুধবার ১ মে দুপুরে দেশ’র আয়োজনে প্রায় ১ হাজার সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে লেবুর শরবত বিতরণ করে।
উপজেলার ৭১ সড়ক, ইলিয়াস আহমেদ পৌর সুপার মার্কেট ও পৌর বাজারে আসা পথচারী, ইজিবাইক চালক, শিক্ষার্থী, ভ্যানচালক ও বিভিন্ন শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে লেবুর শরবত বিতরণ করেন স্বেচ্ছাসেবকরা। এত বেজায় খুশি তৃষ্ণার্ত মানুষরা।
মো. জয়নাল নামের এক ইজিবাইক চালক বলেন, এ গরমের মধ্যে আমরা গাড়ি চালাই, এমন পানি খুব কম পান করি। রোদের মধ্যে স্বেচ্ছাসেবী সংগঠন “দেশ” আমাদের কথা ভেবে ঠান্ডা পানি খাওয়াইছে তাতে আমরা খুব খুশি হয়েছি।
ভ্যানচালক মো. হাচান মিয়া বলেন, পাঁচ্চর থেকে যাত্রী নিয়ে এসেছি ৭১ চত্বরে। এত গরম পড়ছে যে, ঘামে পুরো শরীর ভিজে গেছে। মাথার ভেতরে যেন রোদ ঢুকে গেছে। মনে হচ্ছে, এখনই ঘুরে পড়ে যাবো। এখানে এসে দুই গ্লাস শরবত খেলাম। শরবত খেয়ে ভালো লাগতেছে।
মো. আল-আমিন নামের এক মাদরাসার শিক্ষার্থী বলেন, আমি খুবই খুশি এ উদ্যোগের জন্য।
দেশ’র সাধারণ সম্পাদক এসএম দেলোয়ার হোসাইন জানান, উষ্ণ তাপমাত্রার কারণে জনজীবন দুর্বিষহ। আমরা দেখেছি, এ তাপমাত্রায় অনেকের মুখ শুকিয়ে গেছে। আমরা মূলত সেসব শুকিয়ে যাওয়া তৃষ্ণার্ত হৃদয়ে শীতলতা দেখার জন্য এমন ব্যতিক্রমী আয়োজন করেছি।
দেশ’র সভাপতি ওয়াহীদুজ্জামান বলেন, ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ) একটি স্বেচ্ছাসেবী সংগঠন যা সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। এটিও তার ব্যতিক্রম নয়। এখন গরমের তীব্রতায় সবার নাজেহাল অবস্থা। তাই শিবচর পৌর বাজারে আসা পথচারী ও সাধারণ মানুষকে তীব্র গরমে একটু স্বস্তি দিতে আমরা এই উদ্যোগ নিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন, দেশ (DESH)-এর উপদেষ্টা মো. মোশারফ হোসেন, নারী সমন্বয়ক ইভানা আফরিন, সদস্য ডাঃ মোঃ শাওন মিয়া, মো. সানাউল্লাহ, মো. শাকিল আহমেদ, মো. উজ্জল শিকদার, মো. শামিম, মো. মেহেদী হাচানসহ ২০ জন স্বেচ্ছাসেবী।
২০০৯ সালে প্রতিষ্ঠিত ‘দেশ’ সমাজের নানা কল্যাণমূলক কাজ চালিয়ে যাচ্ছে।
একুশে সংবাদ/এসএডি
আপনার মতামত লিখুন :