রোগীদের সেবা প্রদানে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। বুধবার (১ মে) দুপুরে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অডিটোরিয়ামে স্বাচিপের (স্বাধীনতা চিকিৎসক পরিষদ) সম্মেলনে চিকিৎসকদের প্রতি এ আহ্বান জানান তিনি।
এ সময় মন্ত্রী বলেন, অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডাক্তারকে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে রোগীদের চিকিৎসা দিতে হয়। অনেক সময় অনেক কিছুর সংকট থাকে, এই সীমাবদ্ধতা নিয়েই রোগীদের আরও আন্তরিকভাবে সেবা দিতে হবে।
আব্দুর রহমান বলেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে একটি বার্ন ইউনিট স্থাপন করা হবে। এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, শীঘ্রই তিনি ফরিদপুরে আসবেন।
দীর্ঘ ২১ বছর পর স্বাচিপের এই সম্মেলনে ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. এম এ জলিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব অধ্যাপক ডা. মো: কামরুল হাসান মিলন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ঝর্না হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ।
সম্মেলন শেষে ফরিদপুর জেলা শাখার সভাপতি হিসেবে অধ্যাপক ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু ও সাধারণ সম্পাদক হিসেবে ডা. গণপতি বিশ্বাস শুভর নাম ঘোষণা করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :