চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আগুনে প্রায় ৭০ বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের শ্রীনগর-নারায়ণপুরে গ্রামের ধাবগাড়ির মাঠে এ ঘটনা ঘটে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জামজামি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবু মুসা। তিনি বলেন, কে বা কারা পান বরজে আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় ৭০-৮০ বিঘা পানের বরজ ভস্মীভূত হয়ে গেছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পাশাপাশি দুই গ্রামবাসী সহযোগিতা করছেন।
আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সেন্ট্রি হাফিজুর রহমান বলেন, সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে আলমডাঙ্গা ও ঝিনাইদহের হরিণাকুন্ডুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
আলমডাঙ্গা ফায়ার স্টেশনের লিডার আবুল হাসান মোল্লা ঢাকা পোস্টকে বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানা যাবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :