কোটচাঁদপুরের হরিদীয়া গ্রামের পেয়ারার বাগান থেকে গাঁজা গাছ উদ্ধার করেছেন থানা পুলিশ। আটক করেছেন জমির মালিক আব্দুল বারেক (৫৪) কে। বুধবার (১ মে) বিকেলে তাকে আটক করা হয়।
জানা যায়, কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) গৌরাঙ্গ হরি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্য সহ কোটচাঁদপুরের হরিণদীয়া গ্রামের মাঠের পেয়ারা বাগানে অভিযান চালান।
ওই সময় বাগান থেকে একটি তরতাজা কাঁচা গাঁজার গাছ উদ্ধার করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করেন বাগান মালিক আব্দুল বারেককে। বারেক হরিণদীয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠিয়েছেন কোটচাঁদপুর থানা পুলিশ। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামুন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় জমির মালিককেও আটক করা হয়। বৃহস্পতিবার মাদক মামলা দিয়ে তাঁকে আদালতে পাঠিয়েছেন হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :