AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাগমারায় ৫৩ পানের বরজ ভস্মীভূত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, রাজশাহী
০৭:২১ পিএম, ৩ মে, ২০২৪
বাগমারায় ৫৩ পানের বরজ ভস্মীভূত

রাজশাহীর বাগমারায় আগুনে ৫৩টি পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শুক্রবার (৩ মে) দুপুরে বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের পোড়াকয়া গ্রামের মাঠে হঠাৎ করেই পান বরজে আগুন লাগে। টানা খরার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৪০ বিঘা পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তার হামিদ খান বলেন, টানা তাপদাহ চলে আসছে রাজশাহী অঞ্চলে। সেকারণে আগুন ধরার সঙ্গে সঙ্গে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

রাজশাহী, বাগমারা, মোহনপুর ও আত্রাই এর ৫টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় পান বরজের আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অর্ধশতাধিক কৃষকের ক্ষতি হয়েছে।

আক্তার হামিদ খান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ওই মাঠে কয়েকজন কৃষক কাজ করছিলেন। তারা দুপুরে বিশ্রাম নেয়ার সময় ধুমপান করেছিলেন। প্রাথমিক ধারণা ধুমপান করা সিগারেটের আগুন থেকে পানের বরজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

 

একুশে সংবাদ/স.টি/সা.আ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!