AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুয়াকাটায় সমুদ্রে হারিয়ে যাওয়া যুবক উদ্ধার


কুয়াকাটায় সমুদ্রে হারিয়ে যাওয়া যুবক উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ঢেউয়ে হারিয়ে যাওয়া মিঠুন হালদার নামের এক যুবককে উদ্ধার করেছে হয়েছে।

মঙ্গলবার (৭ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢেউয়ের সঙ্গে তাকে গড়াগড়ি খেতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

মিঠুন হালদার পিরোজপুরের নেছারাবাদের আদমকাঠী এলাকার মনেন্দ্র হালদারদের ছেলে। তিনি ভিমরুলী ডিএন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তিনি কুয়াকাটায় ঘুরতে এসেছেন।

মেহের নামের স্থানীয় যুবক জানায়, সৈকতে হাঁটাহাঁটি করছিলাম। এমন অবস্থায় একটা লোককে দেখতে পাই সমুদ্রের গড়াগড়ি খাচ্ছে। সঙ্গে সঙ্গে স্থানীয়দের ডেকে তাকে তুলে নিয়ে পুলিশকে খবর দেই। পরে ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি।

কুয়াকাটা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মুমশাদ সায়েম পুনম জানান, কয়েকজন যুবক অজ্ঞাত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে আমি তাকে প্রাথমিক চিকিৎসা দেই। পরে তার জ্ঞান ফেরে। এখন উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালীতে পাঠানো হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উপ-পরিদর্শক মো. হাফিজুর রহমান জানান, ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এখন খোঁজখবর নিচ্ছি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!