AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হরিপুরে অ্যাম্বুলেন্সে শুয়েই ভোট দিলেন অসুস্থ ইব্রাহিম


হরিপুরে অ্যাম্বুলেন্সে শুয়েই ভোট দিলেন অসুস্থ ইব্রাহিম

ভোট গণতন্ত্রের অধিকার। ৭২ বছরের বৃদ্ধা ফের যেন সেটাই প্রমাণ করলেন। অ্যাম্বুলেন্স নিয়ে ভোট দিলেন তিনি। শরীরে সেই ক্ষমতা নেই যে নিজের পায়ে হেঁটে যাবেন। কিন্তু তাতে কি । অ্যাম্বুলেন্সে

 শুয়েই তিনি ভোটকেন্দ্র পৌঁছলেন এবং ভোটও দিলেন।

প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচ‌নে ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলা নির্বাচনে মোট ৯০ কেন্দ্রের ৮০৮টি কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। 

ভোটগ্রহণের শেষ মুহুর্তে হরিপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অ্যাম্বুলেন্সে এসে ইব্রাহিম (৭২) নামে এক ভোটার ভোট দিয়েছেন। তিনি ৩টা ৫৫ মিনিটে কেন্দ্রে আসেন। পরে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সিলসহ মাঠে গিয়ে তার ভোট নেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হরিপুর এলাকার বাসিন্দা ইব্রাহিম কয়েকদিন আগে স্ট্রোক করলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে তিনি জানতে পারেন  ৮ মে উপজেলা নির্বাচন হচ্ছে। তখন তিনি স্ত্রীর কাছে তার ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পরে তার ছেলে এবং স্ত্রী মিলে রংপুর থেকে অসুস্থ অবস্থায়  তাকে হরিপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে নিয়ে আসেন। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সিলসহ মাঠে গিয়ে তার ভোট নেন। 

ইব্রাহিমের ছেলে আবদুর রহিম জানান, বাবা বেশ কিছুদিন আগে স্ট্রোক করেন।  পরে তিনি শোনেন যে ৮ মে ভোট হবে। আজ তিনি ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে আমরা তাকে রংপুর থেকে শেষ সময়ে ভোট দেওয়ার জন্য নিয়ে আসি। পরে তাকে ভোট দিয়ে বাড়িতে নিয়ে যাই। 

অসুস্থ ইব্রাহিম বলেন, আমি বাঁচি কি মরি, তাই  আমার খুব ইচ্ছা ছিল ভোট দেওয়ার। সেই জন্যই আজ আমি ভোট দিতে এসেছি।

এ বিষয়ে হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আনোয়ার বলেন, একজন ব্যক্তি অ্যাম্বুলেন্সে করে ভোট দিতে এসেছেন জানতে পেরে তখনই আমরা তাকে সহযোগিতা করি। ভোট দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের কাছে সব ধরনের কাগজ এবং সিলসহ নিয়ে যাই। পরবর্তীতে তিনি সেখানেই ভোট দেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!