৬ষ্ট তম কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচন ৮মে নজির বিহীন নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে। তবে ভোটার উপস্থিতিতে কেশবপুরের ইতিহাসে সব থেকে কম ভোটার উপস্থিতি হয়েছে এবার।
এনির্বাচনে চেয়ারম্যান পদে ১৮,৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন (ঘোড়া) প্রতিকের প্রার্থী মফিজুর রহমান মফিজ। তার নিকট তম প্রতিদ্বন্ধি (শালিকপাখি) প্রতিকের প্রার্থী নাসিমা সাদেক পেয়েছেন ১৪,০১৬ ভোট।
মহিলা ভাইস চেযারম্যান পদে রাবেয়া ইকবাল (ফুটবল )প্রতিকের প্রার্থী ৩৭,৩০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্ধি প্রার্থী মনিরা খাতুন (কলস) পেয়েছেন ২৪,১৫৭ ভোট।
৫ জন পুরুষ ভাইস চেযারম্যান পদে প্রতিদ্বন্ধি প্রার্থীর মধ্যে আব্দুল্লাহ আল মামুন (তালা) প্রতিকের প্রার্থী ৩২,৪৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্ধি পলাশ কুমার মল্লিক পেয়েছেন ১৩,৪৫১ ভোট।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :