গাজীপুর জেলা শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠে শুরু হয়েছে দুইদিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা।
শনিবার (১১ মে) গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও ব্ক্তব্য রাখেন, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এম এ বারি, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক প্রমুথ। পরে প্রধান অতিথি মেলা উপলক্ষে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের সমৃদ্ধ হতে হবে। জেলা পর্যায়ে এমন বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদেরকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :