৩য় ধাপে নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৩ মে) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্ধে চেয়ারম্যান পদে সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী মোটরসাইকেল, আহাম্মদ আলী মোল্লা ঘোড়া ও আতিয়ার রহমান বাঁধন
আনারস মার্কা প্রতীক পেয়েছেন।
অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো.আলাল শেখ চশমা, শরিফুল ইসলাম উড়োজাহাজ ও হুমায়ন কবির প্রিন্স পেয়েছেন টিয়া মার্কা প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা আক্তার সিলিং ফ্যান ও শাহিদা আক্তার মিতা পেয়েছেন কলস মার্কা প্রতীক।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রির্টানিং কর্মকর্তা আরিফ হোসেন, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুর ফেরদৌস, বড়াইগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা শুভ আল হোসেন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার, গুরুদাসপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রির্টানিং কর্মকর্তা আরিফ হোসেন জানান, আগামী ২৯ মে ৩য় ধাপে নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ
নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে গুরুদাসপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২
জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একুশে সংবাদ/জ.পা.উ/সা.আ
আপনার মতামত লিখুন :