তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
১৩ মে সকাল ১০টায় ফরিদপুর জেলা রিটার্নিং অফিসার তার কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেন। বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিস।
চেয়ারম্যান পদে, স্থানীয় সাংসদ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান চৌধুরী নিক্সন সমর্থক মোঃ কাওছার ভূঁইয়া পেয়েছেন- দোয়াত কলম, উপজেলা আওয়ামী লীগের ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর সমর্থক মোখলেসুর রহমান সুমন পেয়েছেন-ঘোড়া মার্কা, স্বতন্ত্রপ্রার্থী হাইলাইট চক্ষু হাসপাতালের চেয়ারম্যান শহিদুল ইসলাম পেয়েছেন-মোটরসাইকেল, মাইনুল ইসলাম খান রিপন পেয়েছেন- কইমাছ, লোপা রহমান পেয়েছেন- আনারস প্রতীক।
ভাইস চেয়ারম্যান পদে- এবিএম ইব্রাহিম খলিল(উপজেলা আওয়ামী লীগ সমর্থিত) পেয়েছেন-টিউবওয়েল, মেহেদী পারভেজ চন্দন পেয়েছেন- টিয়া পাখি, আবুল ফয়সাল মোল্লা পেয়েছেন- চশমা, ফিরোজ হাওলাদার পিরু মিয়া পেয়েছেন- তালা, মিরাজ শিকদার পেয়েছেন- মাইক, গোলাম রাসেল রাতুল পেয়েছেন- উড়োজাহাজ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে, মঞ্জুয়ারা ইয়াসমিন (এমপি সমর্থক) পেয়েছেন- ফুটবল, বেগম নুরুন্নাহার মায়া পেয়েছেন- হাঁস, সালমা বেগম পেয়েছেন- পদ্মফুল, সোনিয়া আক্তার পেয়েছেন- কলস।
ভাঙ্গা উপজেলায় ৯৯টি কেন্দ্রে ৫৯৮টি বুথ থাকবে। মোট পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ২২ হাজার বারোটি, মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ২৩টি, হিজলা ভোটার সংখ্যা তিনটি, মোট ভোটার সংখ্যা-২ লক্ষ ৩৬ হাজার ৩৮টি। আগামী ২৯ মে, এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/ এসএডি
আপনার মতামত লিখুন :