সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া ২৩ নাবিককে চট্টগ্রামে আনতে কুতুবদিয়ার উদ্দেশে রওনা দিয়েছে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এম ভি মনি।
সোমবার (১৩ মে) বিকেল সাডে ৩টার সময় কর্ণফুলী নদী দিয়ে বঙ্গোপসাগর হয়ে তারা কুতুবদিয়ার উদ্দেশে রওনা দেয়। কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে সাত/আট ঘণ্টার মধ্যে জাহান মনি কুতুবদিয়াতে পৌঁছাবে। আর ততক্ষণে কুতুবদিয়াতে পৌঁছে যাবে জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া এম ভি আব্দুল্লাহ।
এম ভি আব্দুল্লাহ থেকে কুতুবদিয়ায় সাড়ে ১০ হাজার টন চুনাপাথর আনলোড করা হবে। আর মুক্তি পাওয়া ২৩ নাবিককে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিবে এম ভি জাহান মনি। এদিকে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া ২৩ নাবিকের পরিবার তাদের রিসিভ করার জন্য চট্টগ্রামে পৌঁছেছে। আগামীকাল মঙ্গলবার দুপুরে সদর ঘাটে ২৩ নাবিককে নিয়ে পৌঁছাবে এম ভি জাহান মনি।
একুশে সংবাদ/এ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :