নেত্রকোনার কেন্দুয়া রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের রোয়াইলবাড়ি বাজারে উচ্ছেদ অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
১৩ মে সকালে ১১টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন দুই ঘণ্টার এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। এসময় পুলিশ বাহিনীর সদস্যরা তার সঙ্গে ছিলেন।
কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজিব হোসেন জানান, দীর্ঘদিন ধরে এই বাজারে বিভিন্ন রাস্তার পাশের জমিতে অবৈধভাবে দোকানপাট তুলে ব্যবসা চালিয়ে আসছেন ব্যবসায়ীরা।এতে জনসাধারণের যাতায়াতে ও যানবাহন চলাচলে সমস্যা হয়। এই বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে মধ্যবাজারে ৫ টি দোকান উচ্ছেদ, ৩.২৫ শতাংশ জায়গা এবং দূর্গে যাওয়ার পথে ২০ ফিট হালট উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন আমাদের এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এসএডি
আপনার মতামত লিখুন :