শেরপুরের নালিতাবাড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্যোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) সকালে উপজেলা খাদ্যগুদামের সামনে উদ্যোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ধান-চাল সংগ্রহ ও মনিটরিং কমিটি সভাপতি ইলিশায় রিছিল ।
নালিতাবাড়ী খাদ্য গুদাম সূত্রে জানা যায়, ২০২৪ সালে বোর মওসমে নালিতাবাড়ী উপজেলায় ২হাজার ৬০৯ মেট্রিকটন ধান এবং ২ হাজার ৫১৭ মেট্রিকটন চালের বরাদ্দ পাওয়া যায়। প্রতি কেজি ধানের মূল্য ৩২ টাকা যা প্রতি মনে ১২৮০ টাকা। প্রতি কেজি সিদ্ধ চালের মূল্য ৪৫ টাকা। এ সংগ্রহ ৩১ আগস্ট ২০২৪ পর্যন্ত চলবে। ধান সংগ্রহ কার্যক্রম এর আওতায় কৃষকের (এ্যাপস) এ কৃষক নিবন্ধন, আবেদন,লটারিতে কৃষক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।
এসময় উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, বাংলাদেশ আওয়ামিলীগ এর কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য গোপাল চন্দ্র সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, ওসি এলএসডি রেজাউল করিম, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :