AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষাথী’র আত্মহত্যা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:৩৭ পিএম, ১৪ মে, ২০২৪
এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষাথী’র আত্মহত্যা

এসএসসি পরীক্ষায় ফেল করায় আহসান হাবিব (১৮) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। 

নিহত শিক্ষার্থী হলেন, নওগাঁর মান্দা উপজেলার কাঞ্চন ঘরানীপাড়ার উজ্জল হোসেন  সরকারের ছেলে। সে এবারে কাঞ্চন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। পরীক্ষার ফল প্রকাশের পরের দিন সোমবার (১৩ মে) সন্ধ্যায় ঢাকার গাজীপুরের সাইনবোর্ড এলাকায় একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে গাজীপুরের গাছা থানা পুলিশ। আহসান হাবিবের অনাকাঙ্খিত মৃতুতে নিহতের স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।


নিহতের বাবা উজ্জল হোসেন  সরকার জানান, পেশায় তিনি একজন কৃষক। কৃষি কাজের পাশাপাশি দিনমজুরের কাজও করেন তিনি। তার ২ ছেলে এক মেয়ে। এদের মধ্যে নিহত আহসান হাবিব সবার ছোট। সাংসারিক অস্বচ্ছলতার কারণে তার স্ত্রী এবং ছেলে মেয়েরা সকলে ঢাকায় গার্মেন্টসকর্মী হিসেবে কর্মরত ছিলো। এরপরেও ছেলেটার লেখাপাড়ার প্রতি যথেষ্ট আগ্রহ ছিলো। আর সেকারণে সে ঢাকা থেকে এসে এবারে কাঞ্চন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। কিন্ত এসএসসি পরীক্ষায় গণিত ও ইংরেজি বিষয়ে ফেল করার অভিমানে  সোমবার (১৩ মে) সন্ধ্যায় ঢাকার গাজীপুরের সাইনবোর্ড এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। ছেলের অনাকাঙ্খিত মৃত্যুতে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তিনি।


তিনি আরও জানান যে, ময়না তদন্তের পর আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ হস্তান্তর করেছেন পুলিশ। মঙ্গলবার রাতে মরদেহ নিজ বাড়িতে পৌঁছানোর পরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলেও জানান তিনি।


কাঞ্চন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এর প্রধান শিক্ষক দিলিপ কুমার বলেন, নিহত শিক্ষার্থী আহসান হাবিবের রোল নম্বর ৪৩৬৭৩৩ এবং রেজিষ্ট্রেশন নম্বর  ২১১২৭০৩৫৭০। তার অনাকাঙ্খিত মৃতুর খবর পেয়ে তার বাড়িতে গিয়ে অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। 


মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক কাজী বলেন, বিষয়টি জানা নেই। তবে এটি খুবই দুঃখজনক। এমন অনাকাঙ্খিত মৃত্যু কারো জন্যই কাম্য নয়।  

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!