AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে গ্রিলে ঝুলানো গৃহবধূর মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৪:২৯ পিএম, ১৫ মে, ২০২৪
নরসিংদীতে গ্রিলে ঝুলানো গৃহবধূর মরদেহ উদ্ধার

নরসিংদীতে সানজিদা আক্তার শিলা (১৮) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে সদর উপজেলার সাহেপ্রতাব এলাকার তার বসত ঘর থেকে ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সানিজদা আক্তার সাহেপ্রতাব এলাকার ইশতিয়াক আহমেদের স্ত্রী এবং এক সন্তানের জননী ছিলেন।

স্থানীয় এলাকাবাসী জানায়, সাহেপ্রতাব এলাকার শহিদুল্লাহ মুন্সীর ছেলে ইশতিয়াকের সাথে পারিবারিকভাবেই বিয়ে হয় একই এলাকার আব্দুল কাদির মৃধার কন্যা শিলার সাথে। একই এলাকায় বসবাসের সুবাধে ইশতিয়াকের বাবা এবং শিলার মায়ের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। যা মেনে নিতে পারছিলো না শিলা। এর পর থেকেই পারিবারিক অশান্তিতে ছিলেন ওই গৃহবধু। সম্প্রতি তাদের মধ্যে ঝগড়া বিবাদের মধ্যেই বুধবার সকালে তার বসত ঘরের বারান্দার গ্রীলে আটকানো মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, নিহত ওই গৃহবধুর কপালে এবং শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদনসহ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে হত্যার মূল কারণ যানা যাবে।

একুশে সংবাদ/ সা.হো/ এসএডি

 

 

          

Link copied!