কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১৪ মে দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের আগরপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত শিক্ষার্থী দুইজন হলো বড়কান্দা গ্রামের মাওলানা মোকাররম হোসেনের মেয়ে মোবাশ্বিরা (১০) ও আগরপুর দাসপাড়া গ্রামের মনির হোসেনের মেয়ে আশা মনি (১১)। দুজনেই আগরপুর দাসপাড়া আল ইসরা মহিলা মাদরাসার চুতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মোবাশ্বিরা ও আশা মনি দুজনেই আল ইসরা মহিলা মাদরাসার আবাসিক ছাত্রী ছিল। মঙ্গলবার দুপুর ২টার দিকে মাদ্রাসার ৬-৭ জন শিক্ষার্থী পাশের একটি পুকুরে গোসল করতে যায়।এক পর্যায়ে মোবাশ্বিরা ও আশা মনি পানিতে তলিয়ে যায়। এরপর সহপাঠীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে।
স্থানীয় দাসপাড়া গ্রামের কৃষক জসিম উদ্দিন জানান,শিক্ষার্থীদের চিৎকার শুনে পুকুরের পানিতে ডুব দিয়ে প্রথমে মোবাশ্বিরার মরদেহ উদ্ধার করি।পরে জানতে পারি আরও একজন পানিতে তলিয়ে গেছে।তারপর আশা মনির মরদেহ উত্তোলন করি।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সারোয়ার জাহান দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
একুশে সংবাদ/ আ. ই/ এসএডি
আপনার মতামত লিখুন :