AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বান্দরবানে জমি নিয়ে বিরোধের জেরে নিহত এক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, বান্দরবান
০৬:৩১ পিএম, ১৬ মে, ২০২৪
বান্দরবানে জমি নিয়ে বিরোধের জেরে নিহত এক

বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নে জমি নিয়ে সংঘর্ষে মো. ওসমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হন।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে উপজেলার সরই ইউপির ১ নম্বর ওয়ার্ড হাছনাপাড়া এলাকার নেইচ্চার ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. ওসমান (৪০) ওই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে জমি নিয়ে ওসমানের পরিবারের সঙ্গে কবিরের পরিবারের বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিশ প্রক্রিয়াও চলমান রয়েছে। এরই মধ্যে দুপুরে উভয় পরিবারের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়।

বাগবিতণ্ডার এক পর্যায়ে মারামারির ঘটনার পর স্থানীয়রা আহতদের পার্শ্ববর্তী পদুয়া হাসপাতালে নিলে আহত মো.ওসমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সরই ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানি জানায়, উভয় পক্ষের মধ্যে ২০ শতক জমি ও ১০-১২টি গাছ নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিশ চলমান রয়েছে। তবুও দুই পরিবারের মধ্যে হঠাৎ করে মারামারির পর আহতদের হাসপাতালে নেওয়ার পথে মো. ওসমানের মৃত্যু হয়েছে। ঘটনার পর বিস্তারিত অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, মারামারির সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, নিহত ও আহতদের তথ্য ও ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

 

একুশে সংবাদ/বা.নি/সা.আ

Link copied!