গাইবান্ধা শহরের ষ্টেশন রোডের চুড়িপট্টিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনে পুড়ে গেছে ১০টি দোকান। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষয়ক্ষতির সঠিক হিসাব না পাওয়া গেলেও আগুনে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, রাত ১১টা ৪০ মিনিটে খবর পেয়ে শহরের ষ্টেশন রোডের চুড়ি পট্রি (সান্দার পট্রি) মার্কেটের দোকানে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করেন। একটি আতশবাজীর দোকান থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটায় আগুন নিয়ন্ত্রনে আনতে ফায়ার সার্ভিসের বেশ বেগ পেতে হয়েছে। আগুন লাগার পর মূহুর্তে আগুন পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট রাত ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে নিয়ে আসতে সক্ষম হয়।
ব্যবসায়ী ও তাদের স্বজনদের কান্না আর আর্তনাদে এ সময় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। দোকানীরা মালামাল উদ্ধারে মরিয়া হয়ে ওঠে। প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় জন প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :