গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রবি চন্দ্র সরকার (৩৫) নামের এক মুদি দোকানীর হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর হাটে দোকানের মালমাল কিনতে গিয়ে সেখানেই তিনি মারা যান।
মৃত রবি চন্দ্র সরকার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ফনি ভূষন সরকার।
কামারপাড়া ইউনয়ন পরিষদ সদস্য সুরজিৎ চন্দ্র সরকার ভুটান জানান, নুরপুর বাজারে তার একটি মুদি দোকান আছে। ঘটনার দিন দুপুরে তার দোকানের মালামাল করার জন্য পার্শ্ববর্তী লক্ষীপুর হাটে যান। সেখানে মালামাল কেনার পর হঠাৎ প্রচন্ড গরমে তিনি অসুস্থ হয়ে পরেন। এমতবস্থায় তিনি পাশের একটি রেস্তোরায় গিয়ে ফ্যান চালু করার কথা বলে বসে পরেই ওই রোঁস্তরায় তিনি মারা যান।
এপ্রসঙ্গে জানতে চাইলে কামারপাড়া ইউনয়ন পরিষদ চেয়ারম্যান এ আর এম মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তার এমন আকস্মিক মৃত্যু সত্যিই দুঃখজনক। খবর পেয়ে মৃত্যু রবি চন্দ্র সরকারের বাড়ি গিয়ে স্বজনদের সাথে কথা বলে তাদের কে সান্তনা দেয়া হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :