AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছেলেধরা সন্দেহে হোটেল কর্মচারীকে গণধোলাই


ছেলেধরা সন্দেহে হোটেল কর্মচারীকে গণধোলাই

চাঁপাইনবাবগঞ্জের ফকিরপাড়ায় শিশু অপহরণকারী  সন্দেহে এক হোটেল কর্মচারীকে মারধর করেছে স্থানীয়রা। শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে জেলা শহরের ফকিরপাড়ায় এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় জেলা শহরের ফুড ক্লাবের হোটেল বয় বিশাল (২৮)। তার বাড়ি বগুড়ায় হলেও কর্মসূত্রে চাঁপাইনবাবগঞ্জে বসবাস করেন। 

স্থানীয় বাসিন্দা, প্রতক্ষ্যদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিমতলা-ফকিরপাড়া এলাকার নবাব আলীর মেয়ে মুন্নী খাতুনকে (০৯) অপহরণ সন্দেহে আটক করে স্থানীয়রা। পরবর্তী তাকে বেধড়ক মারধর করে তারা। গুরুতর আহত অবস্থায় অজ্ঞান হলে ফেলে পলিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। 

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বলেন, মুন্নী তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করে। সকালে রাস্তা দিয়ে যাওয়ার পথে তাকে নিয়ে যাওয়ার কথা বলার অভিযোগে হোটেল বয় বিশালকে আটক করে স্থানীয়রা। পরবর্তীতে ছেলেধরা সন্দেহে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে রাখা হয়।

শিশু মুন্নীর চাচাতো বোন, চাচীসহ স্বজনরা অভিযোগ করেন, মুন্নী রাস্তার ধারেই খেলাধুলা করছিল। এসময় হোটেল বয় বিশাল এসে তাকে চকলেটসহ বিভিন্ন খাবার দেয়ার প্রলোভন দেখায় এবং একটি গলির মধ্যে নিয়ে যায়। পরে মুন্নী ডাক দিলে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে স্থানীয়রা। এরপর আশেপাশের লোকজন মারধর করে। 

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সাহরিনা ইসলাম বলেন, আহত ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার (ওসি-তদন্ত) মাকছুদুর রহমান জানান, ছেলেধরা সন্দেহে এক যুবককে মারধর করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং তাকে আহত অবস্থায় উদ্বার করা হয়েছে। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। অভিযোগ পেলে এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!