AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালাইয়ে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষক নিহত


কালাইয়ে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষক নিহত

জয়পুরহাটের কালাই উপজেলার পুনুট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আজিমুদ্দীন মুন্টু (৬৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৬ই মে) সন্ধ্যায় উপজেলার মোসলেমগঞ্জ টু কিচক রাস্তার নুনুজ বাজার এলাকায় তার নতুন বাড়ির সামনে একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। আহত অবস্থায় বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে তার মৃত্যু হয়। 

নিহত শিক্ষক উপজেলার উদয়পুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে । 

জয়পুরহাট, কালাই

স্থানীয়রা জানায়, নিহত আজিমদ্দীন সন্ধ্যায় তার নুনুজ বাজারের নতুন বাসার কলা বাগানে পাশের ডোবা থেকে বালতি করে পানি দিচ্ছিলেন, এমতাবস্থায় মোসলেমগঞ্জ দিকে আসা দ্রুত গামী একটি মোটরসাইকেলের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯ টায় সেখানে তার মৃত্যু হয়। আজ শুক্রবার সকাল ১১ টায় গ্রামের বাড়ি শ্রীপুরে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কালাই থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার বিষয়ে আমরা শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!