আড়াই,শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ৫০ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুর দেড়টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। তবে ওই অজ্ঞাত বৃদ্ধের কোন নাম পরিচয় জানা যায়নি। তার মৃত্যুর খবরের পর পরিচয় শনাক্ত করতে পিবিআইর একটি টিম কাজ করতে দেখা গেছে।
হাসপাতাল সূত্র থেকে জানা যায়, গত ১৪ মে সকালে সোহাগ নামে এক ব্যক্তির মাধ্যমে স্ট্রোক সহ শরীরের বিভিন্ন বার্ধক্য জনিত রোগ নিয়ে ওই বৃদ্ধ হাসপাতলে ভর্তি হন। তখন থেকেই তার কোন নাম পরিচয় কিংবা কোন স্বজনের খোঁজ খবর পাওয়া যায়নি। গত দুদিন তিনি হাসপাতালে চিকিৎসা থাকার পর বৃহস্পতিবার দুপুর ১:৩০ টার সময় চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর পর খবর পেয়ে চাঁদপুর পিবিআই কার্যালয়ের এস আই সফিকুল ইসলাম পিপিএম, সঙ্গীফোর্স নিয়ে তার পরিচয় সনাক্ত করতে হাসপাতালে ছুটে যান।
পিবিআই এর এস আই শফিকুল ইসলাম পিপিএম জানান, আমরা অজ্ঞাত মৃত বৃদ্ধের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সার্ভেয়ারে পাঠিয়েছি। তার পরিচয় শনাক্ত হলে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
পরবর্তীতে চাঁদপুর মডেল থানার এস আই আব্দুল আলীম লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে যেতে দেখা গেছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :