AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিবচরে নিরাপদ ফসল উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত


শিবচরে নিরাপদ ফসল উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ২০২৩-২৪ ইং অর্থ বছরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বাস্তবায়িত কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে শিবচর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে দ্বিতীয়খন্ড ইউনিয়নের মুজাফফরপুর শিকদার কান্দি এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষণ প্রাপ্ত ২৫ জন কৃষক-কৃষাণীকে দুই হাজার আট’শ টাকা করে ও সার্টিফিকেট প্রদান করা হয়।

শিবচর উপজেলা কৃষি অফিসার মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাকিব খান, শিবচর উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুর রহমান। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান। অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, মশিউর রহমান, হোসাইন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও  ২৫ জন কৃষক-কৃষাণী প্রশিক্ষনার্থীসহ শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম বলেন, আমরা কৃষকদের নিরাপদ ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করছি। প্রশিক্ষণে আমরা পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনে বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দিয়ে আসছি। আমরা কৃষকদের শতভাগ নিরাপদ উপায়ে ফসল উৎপাদনের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছি। এছাড়া মাঠ দিবসের মাধ্যমে তাদের উদ্বুদ্ধ করছি।

এসময় ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে কৃষির অবদান অনেক। আমাদের মুখে খাদ্য তুলে দিতে দিন-রাত পরিশ্রম করেন কৃষকরা। মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান। এক একটি সবজি বা ফসল তাদের কাছে নিজের সন্তানের মতো। কৃষকদের কঠোর পরিশ্রমের কারণেই আমরা খাদ্য পাই। তারা আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরিবেশ বান্ধব কৌশলে ফসলের চাষাবাদ করলে আর্থিকভাবে লাভবান হওয়া যায় এবং বিষ মুক্ত সবজি পাওয়া যায়। আগামী দিনে কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন বৃদ্ধি করার আহ্বান জানান তিনি।  

এ ছাড়া অনুষ্ঠানের শুরুতে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকের অংশগ্রহণকারী বিভিন্ন স্টল ঘুরে দেখেন ইউএনও।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!