৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। এরই মধ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৪১টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠিয়ে দিচ্ছেন উপজেলা নির্বাচন অফিস।
সোমবার (২০ মে) সরেজমিন দেখা যায় ১টার দিকে উপজেলা নির্বাচন অফিস থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানোর তোড়জোড় শুরু হয়।সরঞ্জামাদি দুপুরের মধ্যেই পৌঁছে যাবে ভোট কেন্দ্রে বলে জানান তারা। তবে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে মঙ্গলবার, অর্থাৎ ভোটের দিন (২১ মে) সকালে।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র জানান উপজেলার ৪১টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার বাদে বাকি সরঞ্জাম পাঠানো হচ্ছে। তিনি আরও জানান ব্যালট পেপার বাদে বাকি সব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
উপজেলায় দুপুরের ভেতর ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪১টি ভোটার ভোট কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচনী সরঞ্জাম পাঠানোর সময় ভোটারদেরকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।
একুশে সংবাদ/জ.হা./ এসএডি
আপনার মতামত লিখুন :