নরসিংদীর রায়পুরায় তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ মঙ্গলবার (২১ মে) সকাল সোয়া ৭টায় উপজেলার আমিরগঞ্জ ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।
ট্রেন যাত্রীরা জানান, প্রতিদিনের মতো আজ মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিটে তিতাস কমিউটার ট্রেন ঢাকার উদ্দেশ্যে আখাউড়া থেকে ছেড়ে আসে। পরে সজাল সোয়া ৭টায় নরসিংদীর আমিরগঞ্জ ব্রিজের কাছে পৌঁছার পর টেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা অভিমুখী চাকরিজীবী তিতাস কমিউটারের নিয়মিত যাত্রীসহ ট্রেনের হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
ট্রেনের নিয়মিত যাত্রী তারেক, শিমুল, আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেক ক্ষোভ প্রকাশ করে এই প্রতিবেদককে জানান, দীর্ঘদিন ধরে লক্কর ঝক্কর ইঞ্জিন দিয়ে ঢাকা-নরসিংদী আখাউড়া রেলপথে তিতাস কমিউটার ট্রেনটি চলছে। এতে কয়েক দিন পর ইঞ্জিন বিকল হয়ে এই রেলপথের বিভিন্ন স্থানে আটকে পড়ে থাকে। এছাড়াও পুরাতন ইঞ্জিন দিয়ে ট্রেন চলাচল করায় মহা বিলম্বে ঢাকায় কাজ শেষে চরম দুর্ভোগ নিয়ে বাসায় ফিরতে হচ্ছে। এসব যেন দেখার কেউ নেই!
নরসিংদী রেলস্টেশন মাস্টার মুসা মিয়া জানান, আজ সকালে ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনটি আমিরগঞ্জ স্টেশন সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে খানাবাড়ী থেকে মালবাহী ট্রেনের ইঞ্জিন দিয়ে ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে এনে রাখা হয়েছে। তবে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি। ঢাকায় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :