AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
প্রচারে ব্যস্ত প্রার্থীরা

জমে উঠেছে লংগদু উপজেলা নির্বাচন


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:৩৯ পিএম, ২১ মে, ২০২৪
জমে উঠেছে লংগদু উপজেলা নির্বাচন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির লংগদুতে জমে উঠেছে নির্বাচনী প্রচার। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। উপজেলা পরিষদ নির্বাচনে কোন দলীয় প্রতীক না রেখে উন্মুক্ত করে দেওয়ায় নেই কোন দলীয় প্রভাব।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে রাঙ্গামাটি জেলার লংগদুতে বর্তমান চেয়ারম্যান আবদুল বারেক সরকার (ঘোড়া), লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু (আনারস), বর্তমান ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু (দোয়াতকলম) ও অ্যাডভোকেট আবসার উদ্দিন (মোটিরসাইকেল)  প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

লংদু এলাকায় লেকে (কাপ্তাই) মাছ শিকারে ব্যস্ত জেলেরা

চেয়ারম্যান পদে চার জনের মধ্যেই লড়াইয়ের সস্তাবনা দেখছে উপজেলাবাসী। বিরতিহীন প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় পায় করছেন প্রার্থীরা। সকাল সন্ধ্যা বাড়ি বাড়ি যাচ্ছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
এদিকে প্রচার প্রচারণায় প্রার্থীরা বলছেন, আগামী ২৯ মে ভোটের দিন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানান তারা।

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে নির্বাচনী প্রতীক বাদ দেওয়ার পরই প্রার্থীরা ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানারকমের  প্রতিশ্রুতি। নির্বাচন যত ঘনিয়ে আসছে সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে সমগ্র উপজেলা। অত্র উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিটি গ্রাম, মহল্লা ও গ্রামের হাট বাজার, অলিগলিসহ বিভিন্ন এলাকা। প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। আবার গানে গানে ভোট চাওয়া হচ্ছে মাইকের মাধ্যমে। 

জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা। পাড়া মহল্লায় বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। চলছে দিন রাত বিরামহীন প্রচার প্রচারণা। ভোটারদের কাছে গিয়ে ভোট ও দোয়া চাইতে দেখা যাচ্ছে উপজেলার সকল চেয়ারম্যান প্রার্থীদের। বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচনী প্রার্থীরা।

উপজেলা পরিষদ নির্বাচনের বাকি আর মাত্র ৭ দিন। তাই প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হোক এ প্রত্যাশা লংগদু উপজেলার সকল ভোটারদের।

লংগদু উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো বুলবুল আহমেদ বলেন নির্বাচনকে ঘিরে আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার রয়েছে।  তিনি বলেন, চেয়ারম্যান পদে ০৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন অবাধ সুষ্ট ও নিরপেক্ষ করার লক্ষ্যে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চলমান থাকবে।

উল্লেখ্য, এবারের উপজেলা নির্বাচনে ২৩টি কেন্দ্রে লংগদু উপজেলার ৬১ হাজার ২শ ৬০ জন ভোটার তানের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৩১ হাজার ৮৭ ৭৭ জন ও নারী ভোটায় ২৯ হাজার ৫শ‍‍` ৮৬ জন।

এদিকে গ্রামে, গঞ্জে চায়ের দোকানে সব জায়গাতেই চলছে প্রার্থীদের নিয়ে আলাচানা সমালোচনা, চলছে অনেক হিসেব নিকাশ। কে হবে আগামীর লংগদু উপজেলার কর্ণধার কে হাসবে বিজয়ের হাসি, কাকে বেছে নেবেন জনগন। এটা জানার জন্য  অপেক্ষা করতে হবে আগামী ২৯ মে পর্যন্ত।

একুশে সংবাদ/ তা.মা./ এসএডি

 

Link copied!