AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নগরকান্দায় উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা


নগরকান্দায় উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

২১ মে মঙ্গলবার ফরিদপুরে দ্বিতীয় ধাপে  অনুষ্ঠিত হলো নগরকান্দা উপজেলা নির্বাচন।উপজেলার ৯ টি ইউনিয়নের  ৬৫ টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়। 

উপজেলায় মোট ভোটার সংক্ষ্যা ১লাখ ৬৯ হাজার ৪৯৭ জন।।এর মধ্যে পুরুষ ভোটার ৮৮ হাজার৭৪ জন,নারী ভোটার সংখ্যা ৮১ হাজার ৪ শত ২৩ জন।চেয়ারম্যান পদে দুইজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নেন। 

নগরকান্দায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কাজী শাহ জামান বাবুল ( আনারস প্রতীক) নিয়ে ৩৭,২০০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে মনিরুজ্জামান সরদার ২৪,৪৩৬ ভোট  পেয়ে পরাজিত হয়।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে (টিউবওয়েল প্রতীক)  নিয়ে ২৬,৯১৮  পেয়ে বিজয়ী হয়েছে  মুফতি মোস্তাফিজুর রহমান, তার নিকটতম টিয়া পাখি প্রতীক মোঃ রাকিবুল লস্কার ১২,৩৯২ ভোট  পেয়ে পরাজিত হয়েছে।  মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী  হয়েছেেন ২৫,৩৫৯ ভোট  পেয়ে  (হাঁস প্রতীক)শাহানা পারভীন মনি নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল প্রতীক ২১,১৮৩ ভোট পেয়ে পরাজিত হন।

ফরিদপুর পুলিশ সুপার মোসের্দ আলমের দিক নির্দেশনায় উপজেলা নির্বাচনী প্রতিটি কেন্দ্র ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা চাদরে ডাকা।

নগরকান্দা সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন ফরিদপুর পুলিশ সুপার স্যারে দিকনির্দেশনায় নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ছিল তৎপর যে কারনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তি পূর্নভাবে নির্বাচনী সকল প্রকার কার্যক্রম শেষ হয়।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি শান্তি পূর্নভাবে উপজেলা নির্বাচন শেষ করতে পেরেছি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!