"বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি" এই প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে মাদক, জুয়া, নারী-নির্যাতন, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিয়ে, অশ্লীলতা, সন্ত্রাস, সাইবার অপরাধ এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (২২ মে) বিকেলে বালিজুড়ী বাজারের নুরুন্নাহার মার্কেটে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: কামরুজ্জামান (বিপিএম পুলিশ সুপার জামালপুর জেলা)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, মাদারগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, মাদারগঞ্জ থানার বিট পুলিশং কমিটির সভাপতি বাবু অরুণ কুমার সাহা, কাউন্সিলর সৈকত আলী, কডুইচড়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মের হক বাচ্চু এবং সঞ্চালনা করেন, তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :