AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোটারদের ভয় দেখালে প্রার্থিতা বাতিল: ইসি রাশেদা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:৩২ পিএম, ২৪ মে, ২০২৪
ভোটারদের ভয় দেখালে প্রার্থিতা বাতিল: ইসি রাশেদা

ভোটারদের ভয় দেখালে প্রার্থিতা বাতিল করে দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। শুক্রবার (২৪ মে) সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কারও বলয়ের মধ্যে যাবেন না। কারো বলয়ের মধ্যে গিয়ে যদি ভোটারদের ভয় দেখান, তাহলে তার প্রার্থিতা আমরা নির্বিঘ্নে বাতিল করে দেব। এরপর কোর্টে যেতে চাইলে যাবেন, না হলে আমাদের কিছুই করার থাকবে না। কারণ আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। আপনারা অবশ্যই আচরণবিধি মেনে চলবেন।

ইসি রাশেদা সুলতানা বলেন, আপনারা ভোটারদের বলয়ের মধ্যে থাকবেন। আমরা দেখছি ভোটারদের সঙ্গে প্রার্থীদের ভালো সম্পর্ক নেই। তাই প্রার্থীরা ভোটারদের কাছে যান, তাদের সঙ্গে সম্পর্ক ভালো করেন। তাদের কাছে টেনে নেন। তাদের ভোটেই আপনাকে নির্বাচিত হতে হবে। আচরণবিধি মেনে প্রার্থীদের ঐক্যবদ্ধ হয়ে প্রচার-প্রচারণা চালাতে হবে। বিনাকারণে একজন আরেকজনের প্রতিপক্ষ হয়ে আক্রমণ করে কথা বলা যাবে না।

স্থানীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার বলেন, উপজেলা নির্বাচনে আপনি যে এলাকার ভোটার সেই এলাকায় আপনি ভোট দেবেন। এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি ওই এলাকায় থেকে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা করতে পারবেন না। কাউকে প্রভাবিত করতে পারবেন না, কাউকে ভয় দেখাতে পারবেন না এবং আতঙ্কিত হোক এমন কোনো কাজও করতে পারবেন না। এরকম করলে কমিশন আপনাকে আইনগতভাবে ছাড়বে না।

জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় তৃতীয় ও চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া বগুড়ার ছয় উপজেলার চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/স.টি/সা.আ

Link copied!