গাছে গাছে ঝুলছে গুটি গুটি লিচু। সে গুটি লিচুতে স্বপ্ন বুনছে নরসিংদীর পলাশের লিচু বাগান মালিকেরা। সম্ভাবনা রয়েছে বাম্পার ফলনের। ইতিমধ্যে গাছ থেকে পাকা লিচু সংগ্রহ করে বাজারে বিক্রি করছে চাষিরা। লিচুর ভালো দাম পেয়ে হাসি ফুটেছে কৃষেকর মুখে।
একসময় হাতেগোনা কিছু বাড়িতে একটি-দুটি লিচুগাছ থাকলেও বর্তমানে উপজেলার বেশ কিছু এলাকায় বেড়েছে লিচু বাগানের সংখ্যা। এর মধ্যে অন্যতম উপজেলার রাবান, টেঙ্গরপাড়া, চর্ণগরদী, ঘোড়াশাল, গজারিয়া, সরকারচর, ইছাখালী ও খাসহাওলাসহ চরসিন্দুর এলাকা গুলিতে।
মাটির গুণগতমান খুবই ভালো এখানে, দোআঁশ ও এঁটেল, যা লিচু চাষের জন্য অত্যন্ত উপযোগী। বিগত বছরগুলোতে লিচু চাষিরা তাদের বাগান থেকে লিচু বিক্রি করে লাখ লাখ টাকা উপার্জন করায় লিচু চাষের দিকে ঝুঁকছে এখানকার স্থানীয় চাষিরা।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর উপজেলার ১৬ হেক্টর জমিতে লিচু চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে গত মৌসুমের মতোই লিচুতে লাভবান হবেন কৃষকরা।
রাবান এলাকার চাষি হরিপদ দত্ত জানান, আমার বাগানের প্রতিটি লচকায় লিচু পাকতে শুরু করেছে ‘আমার তিনটি লিচু বাগান রয়েছে।ইতিমধ্যে কয়েক হাজার গুটি স্খানীয আড়তে বিক্রি করেছি।তাছাড়াও বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীরা এখন বাগান কেনার জন্য আসছেন।
পলাশ উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার জানান, ‘হপার পোকার আক্রমণ থেকে রক্ষা করতে একবার বিষ প্রয়োগ করতে হয়েছে। ছত্রাক থেকে বাগানকে রক্ষা করতে কীটনাশক স্প্রে করতে চাষিদের পরামর্শ দিয়ে যাচ্ছি। তাছাড়া বিভিন্ন প্রকার রাসায়নিক, জৈব সার ও সেচ প্রদান করা হচ্ছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে বাম্পার লিচু ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।’
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :