AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উত্তাল সমুদ্র, পর্যটকদের নিরাপদে থাকতে মাইকিং


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,পটুয়াখালী
০৪:৪৭ পিএম, ২৫ মে, ২০২৪
উত্তাল সমুদ্র, পর্যটকদের নিরাপদে থাকতে মাইকিং

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় উত্তাল হয়েছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। সৈকতে থাকা পর্যটকদেরকে বার বার মাইকিং করে নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছে ট্যুরিস্ট পুলিশ। তবে সবকিছু উপেক্ষা করে আগত পর্যটক মেতেছেন ঢেউয়ের তালে তালে।

শনিবার (২৫ মে) সকাল থেকেই উত্তাল ডেউ উপভোগ করতে অনেক পর্যটক হৈ-হুল্লোড় করছেন সৈকতে। তবে অনেকে নির্দেশনা মেনে তীরে বসে বালিয়াড়িতে উল্লাস করছেন।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বেড়েছে। এটি আজ সকাল ৯টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ অবস্থান করছে।

ঢাকা থেকে আগত পর্যটক আইনুল হোসেন বলেন, বন্ধুদের নিয়ে গোসল করছি। একদিকে উত্তাল ডেউ, অন্যদিকে সব বন্ধু বেশ আনন্দ করছি, তবে পুলিশ বার বার মাইকিং করায় বেশি দূরে যাচ্ছি না।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ইতোমধ্যে সমুদ্রে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র উত্তাল। তাই, পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছি। উত্তাল ডেউ পেয়ে অনেক পর্যটক গোসলে মেতেছেন, সেজন্য আমরা মাইকিং করছি বারবার। ঝুকিপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের টিম টহলে রয়েছে।

জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, গভীর নিম্মচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে অনুরোধ করা হলো।


একুশে সংবাদ/স.ল.প্র/জাহা 
 

Link copied!