রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র`র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. শরিফ ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিষ্ট মো. রফিকুল ইসলাম প্রমূখ।
এ-সময় বক্তারা তামাকের বিভিন্ন ক্ষতিকর বিষয় নিয়ে আলোচনা করে এবং উপজেলার সাধারণ জনগণের মাঝে তামাকের ক্ষতিকর বিষয়ে সচেতন করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও প্রয়োগের শিথিলতার কারণে, তামাক কোম্পানিগুলো অবাধে তাদের বিজ্ঞাপন প্রচার করছে, যা সংশ্লিষ্ট প্রশাসনের নজরে এনে খুব দ্রুত মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি শাস্তি প্রদান করে দৃশ্যমান করতে হবে। তামাকের ক্ষতিকর বিষয় নিয়ে পত্রিকায় খবর প্রকাশের মাধ্যমে সাংবাদিকদের এগিয়ে আসতেও অনুরোধ জানান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :