AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকান্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি


মান্দায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকান্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

নওগাঁর মান্দায় বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে শাহ্ মেডিক্যাল ষ্টোর নামের ১ টি ঔষুধের দোকানের তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

উপজেলার গনেশপুর ইউনিয়নের সতীহাটে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় যথাসময়ে নৈশপ্রহরী (নাইটগার্ট) দের সহযোগীতা না পাওয়ায়  বাজারের নৈশপ্রহরী (নাইটগার্ট) এবং ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের মাঝে ভুল বোঝাবুঝি’র সৃষ্টি হয়। 

সোমবার (২৭ মে) সন্ধ্যায় সতীহাট বাজারের নৈশপ্রহরী (নাইটগার্ট) এবং ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের মাঝে অনাকাঙ্খিতভাবে দফায়-দফায় ধস্থাধস্থি ও টান- টান উত্তেজনা দেখা দেয়। পরে সতীহাট বাজার বণিক সমিতি’র সভাপতি রশিদুল ইসলাম চৌধুরী ও অন্যান্য সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।


শাহ্ মেডিক্যাল ষ্টোরের প্রোপাইটর রবিউল ইসলাম জানান, রবিবার রাত ১০ টার দিকে তার ঔষুধের দোকান বন্ধ করে শ্রীরামপুর শাহ্ পাড়ায় তাদের গ্রামের বাড়িতে গিয়ে  রাতের খাবার খেয়ে ঘুমিয়ে  পড়েন। 

এরপর রাত সাড়ে ১২ টার দিকে জনৈক নৈশ প্রহরীর মাধ্যমে জানতে পারেন যে, তার ঔষুধের দোকানের সিসিটিভির মনিটরে আগুন লেগে ধূঁয়া বের হচ্ছে। আগুন নিয়ন্ত্রণের জন্য তাৎক্ষণিকভাবে বিষয়টি মান্দা ফায়ার সার্ভিসের সাব-ষ্টেশনে জানানো হয়। এরপর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। ততক্ষণে দোকানের বেশকিছু  মালামাল ও ঔষুধ পুড়ে যায়। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন তিনি।


মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের টিম লিডার শফিউর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দোকান মালিক রবিউল ইসলাম দাবী করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!