চাঁদপুর-লাকসামে রেলপথে রেলওয়ের মালিকানাধীন সম্পত্তিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ মে) সকালে চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়।
রেলওয়ে লাকসামের দায়িত্বে থাকা কানুনগো মো. ইকবালে নেতৃত্বে শ্রমিকরা উচ্ছেদ অভিযান করেন।
এ সময় চাঁদপুর স্টেশনের দক্ষিণে ভিআইপি ঘাট সংলগ্ন প্রায় ২০টি দোকান উচ্ছেদ করা হয়। এর আগে স্টেশন এলাকার বিভিন্ন অংশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা হলেও দখলে থাকা লোকদের সতর্ক করে দেওয়া হয়।
রেলওয়ে লাকসামের দায়িত্বে থাকা কানুনগো মো. ইকবাল এ তথ্য নিশ্চিত করে জানান, উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে, উচ্ছেদ কার্যক্রম তত্ত্বাবধানের জন্য সকালে চাঁদপুরে আসনে চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) দীপঙ্কর তঞ্চঙ্গ্যা। উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
গত বৃহস্পতিবার (২৩ মে) সকাল থেকে পূর্ব সতর্কতা হিসেবে চাঁদপুর শহরে উচ্ছেদ এলাকায় মাইকিং করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :