চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় ১০ ও ১২ ফুট লম্বা দুটি অজগর সাপ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) বিকাল ৪টার দিকে রাঙ্গুনিয়ার সীমান্তবতীর্ চন্দ্রঘোনা মিশন এলাকা ও উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট থেকে সাপ দুটি উদ্ধার করেন স্থানীয়রা। পরে এগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
চন্দ্রঘোনা মিশন এলাকার বাসিন্দা শিমুল গুপ্ত জানান, মিশন এলাকার ভাগ্যলক্ষী চাকমার ঘরের ভেতর খাটের পাশে এটিকে দেখতে পান তারা। একটি ব্যাঙকে তাড়া করতে গিয়ে সম্ভবত এটি ঘরে ঢুকে পরেছে। পরে মো. রশীদ নামে এক ব্যক্তির সহায়তায় এটিকে উদ্ধার করে চন্দ্রঘোনা শেখ রাসেল পার্কের বনবিভাগের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. নাহিদ হাসান জানান, ‘পোমরা শান্তিরহাটের ভেতর পাহাড়ি এলাকা থেকে আনুমানিক ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়ে এটি উদ্ধার করে নিয়ে আসি। এটিসহ চন্দ্রঘোনা মিশন এলাকা থেকে উদ্ধার অজগর সাপ দুটিকে চিকিৎসা দিয়ে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।’
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :